ময়মনসিংহ , শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার আজ থেকেই অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে চলার আহ্বান খসরুর এই রায়ের মাধ্যমে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে বললেন বদিউল আলম মজুমদার সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মানসিক ভারসাম্যহীন নারীকে , ট্রাকচালকসহ ৪ জন কারাগারে খায়রুল হকের রায়ে পরতে পরতে ভুল ছিল বললেন ব্যারিস্টার কাজল পুলিশের ওপর হামলা বাড়লে ঘরবাড়ি নিজেরাই পাহারা দিতে হবে বললেন ডিএমপি কমিশনার একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিতে প্রশাসনের নিষেধাজ্ঞা কুমিল্লায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় নিয়ে যা : আমির খসরু তারেক রহমান জন্মদিনে নারীদের ৫ প্রতিশ্রুতি দিলেন সাফল্য-ব্যর্থতার সমালোচনায় পুরো চিত্র প্রতিফলিত হয় না বললেন শফিকুল আলম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চার দলের ১২ দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা জামায়াতে ইসলামীসহ

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দ্বিতীয়বার ১২ দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। আলাদা আলাদা গণসংযোগ, গণমিছিল, মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক ও সেমিনারসহ এসব কর্মসূচি আগামী বুধবার (১ অক্টোবর) থেকে ১২ অক্টোবর পর্যন্ত পালন করা হবে।

প্রতিটি দলের সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ থেকে ৯ অক্টোবর তারা ৫ দফা গণদাবির পক্ষে জনমত গঠনে গণসংযোগ করবে; ১০ অক্টোবর ঢাকা ও বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। এর আগে গত মাসে একই পাঁচ দফা দাবিতে তারা ৩ দিন কর্মসূচি পালন করেছিল।

জামায়াত জানায়, তারা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত নির্বাচনের লক্ষ্যে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে আসছে; তবে সরকারের কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। জামায়াতের বক্তব্য, তাদের আগে ঘোষিত পাঁচ দফা জনগণের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হয়েছে।

খেলাফত মজলিস এক বিবৃতিতে অভিন্ন কর্মসূচি ঘোষণা করে বলেছে, ‘দেশ আজ ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত’ এবং ‘জুলাই সনদের বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করায় জাতি রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে’। খেলাফত মজলিস এ কর্মসূচিতে অংশ নিলেও ৫ দফার পিআর (প্রতিনিধিত্ব) ইস্যুতে তাদের ভিতরে কিছু মতভিন্নতা রয়েছে। তাদের পক্ষ থেকে মাওলানা মামুনুল হক ও মহাসচিব জালালুদ্দীন আহমদ ওই বিবৃতিতে বক্তব্য রেখেছেন।

জাগপার মঙ্গলবার পল্টনে সংবাদ সম্মেলনে (দুপুর ১২টায়) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের মাধ্যমে জানায়, তারা ৭ দফা দাবির সঙ্গে মিল রেখে একই কর্মসূচি ঘোষণা করেছে।

এছাড়া ৪ অক্টোবর খেলাফত মজলিস দ্বিতীয় ধাপে নতুন কর্মসূচি ঘোষণা করবে এবং আরও দুটি দলের অভিন্ন কর্মসূচি ঘোষণা বাকি আছে বলে জানা গেছে।

পাঁচ দফা দাবি হলো—(১) জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে; (২) নির্বাচন হবে পিআর পদ্ধতিতে; (৩) সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে; (৪) গণহত্যার বিচার দৃশ্যমানভাবে বাস্তবায়ন করতে হবে; (৫) বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাঁবেদার ও ফ্যাসিবাদের দোষী জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার পরিচালনা করতে হবে এবং বিচার চলছে এমন সময় তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার

চার দলের ১২ দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা জামায়াতে ইসলামীসহ

আপডেট সময় ০৯:৫৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দ্বিতীয়বার ১২ দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। আলাদা আলাদা গণসংযোগ, গণমিছিল, মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক ও সেমিনারসহ এসব কর্মসূচি আগামী বুধবার (১ অক্টোবর) থেকে ১২ অক্টোবর পর্যন্ত পালন করা হবে।

প্রতিটি দলের সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ থেকে ৯ অক্টোবর তারা ৫ দফা গণদাবির পক্ষে জনমত গঠনে গণসংযোগ করবে; ১০ অক্টোবর ঢাকা ও বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। এর আগে গত মাসে একই পাঁচ দফা দাবিতে তারা ৩ দিন কর্মসূচি পালন করেছিল।

জামায়াত জানায়, তারা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত নির্বাচনের লক্ষ্যে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে আসছে; তবে সরকারের কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। জামায়াতের বক্তব্য, তাদের আগে ঘোষিত পাঁচ দফা জনগণের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হয়েছে।

খেলাফত মজলিস এক বিবৃতিতে অভিন্ন কর্মসূচি ঘোষণা করে বলেছে, ‘দেশ আজ ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত’ এবং ‘জুলাই সনদের বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করায় জাতি রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে’। খেলাফত মজলিস এ কর্মসূচিতে অংশ নিলেও ৫ দফার পিআর (প্রতিনিধিত্ব) ইস্যুতে তাদের ভিতরে কিছু মতভিন্নতা রয়েছে। তাদের পক্ষ থেকে মাওলানা মামুনুল হক ও মহাসচিব জালালুদ্দীন আহমদ ওই বিবৃতিতে বক্তব্য রেখেছেন।

জাগপার মঙ্গলবার পল্টনে সংবাদ সম্মেলনে (দুপুর ১২টায়) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের মাধ্যমে জানায়, তারা ৭ দফা দাবির সঙ্গে মিল রেখে একই কর্মসূচি ঘোষণা করেছে।

এছাড়া ৪ অক্টোবর খেলাফত মজলিস দ্বিতীয় ধাপে নতুন কর্মসূচি ঘোষণা করবে এবং আরও দুটি দলের অভিন্ন কর্মসূচি ঘোষণা বাকি আছে বলে জানা গেছে।

পাঁচ দফা দাবি হলো—(১) জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে; (২) নির্বাচন হবে পিআর পদ্ধতিতে; (৩) সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে; (৪) গণহত্যার বিচার দৃশ্যমানভাবে বাস্তবায়ন করতে হবে; (৫) বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাঁবেদার ও ফ্যাসিবাদের দোষী জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার পরিচালনা করতে হবে এবং বিচার চলছে এমন সময় তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হবে।