দক্ষিণ বঙ্গোপসাগরে আজ বুধবার (১ অক্টোবর) একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগের বিভিন্ন জেলার ওপর বজ্রসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে বলে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকাল ৮টার দিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানান।
রাজশাহী বিভাগ
রংপুর বিভাগ
রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার ওপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতেছে। অবশিষ্ট জেলাগুলোর ওপরে দুপুর ১২টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ
চট্রগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার ওপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। অবশিষ্ট জেলাগুলোর ওপরে দুপুর ১২টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। আজ সারাদিন থেমে থেমে একাধিকবার বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে।
ঢাকা বিভাগ
শরীয়তপুর, মাদারীপুর, গোপলাগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ জেলার ওপর বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে, যা সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে। ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর ওপর বৃষ্টি সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ সারাদিন থেমে থেমে একাধিকবার বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে রাজধানীসহ বিভাগের অন্য জেলাগুলোর ওপর।
বরিশাল বিভাগ
বরিশাল বিভাগের উত্তর দিকের জেলার ওপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। অবশিষ্ট জেলাগুলোর ওপর দুপুর ৩টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।
খুলনা বিভাগ
খুলনা বিভাগের উত্তর ও পূর্ব দিকের জেলার ওপর বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। অবশিষ্ট জেলাগুলোর ওপরে বিকেল ৫টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।
সিলেট বিভাগ
এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে সকাল ৯টার পর থেকে আবারও বৃষ্টি শুরুর আশঙ্কা করা যাচ্ছে। আজ সারাদিন থেমে থেমে একাধিকবার বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।