নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘আমরা চাই ক্ষমতার পালাবদল যেন দুর্নীতির পালাবদল না হয়।’ শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচনের গুরুত্ব নিয়ে ছায়া সংসদে এ কথা বলেন তিনি।
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘সুষ্ঠু নির্বাচনই গণতন্ত্র নয়। এ বিষয়টি ঘটবে যদি নির্বাচনের পরে আরও কিছু ঘটনা ঘটে। নির্বাচিত সরকারকে স্বচ্ছতা–জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। পরবর্তী নির্বাচন সুষ্ঠু করার ব্যবস্থা করতে হবে। নির্বাচনকে দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে। গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। রাজনৈতিক দলগুলোকে দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে। কাঠামোর পরিবর্তন করতে হবে।’
বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘কতগুলো আইনী, কাঠামোগত ও পদ্ধতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। তবেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ও সুরক্ষিত থাকবে। তা না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না।’
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর যে ঐকমত্য হয়েছে তার ফলে একটা গণভোট হবে। জনগণ সিদ্ধান্ত দিলে তা–ই চূড়ান্ত। গণভোটটা যেন পাস হয়, তার উপর সুন্দর ভবিষ্যত নির্ভর করছে।’
বদিউল আলম মজুমদার বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংস্কার অনেক এগিয়ে যাবে। যেসব বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে সেসব বিষয় জুলাই সনদে থাকবে। জনগণের মতামত নিয়েই সবকিছু বাস্তবায়িত হবে। জুলাই সনদ বাস্তবায়িত হবে বলে বিশ্বাস করি।’
বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘নির্বাচন সংস্কার কমিশন গঠনের আগেই কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বিশ্বাস করতে চাই তারা নিরপেক্ষভাবে কমিশন গঠন করেছে।’