বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত হিসেবে এক দিনের জন্য দায়িত্ব পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থী সাদিয়া।
গত শনিবার (১১ অক্টোবর) আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের অংশ হিসেবে ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় তিনি এই প্রতীকী দায়িত্ব পান।
পঞ্চগড়ে জন্ম ও বেড়ে ওঠা সাদিয়া সব সময় ন্যায়বিচার ও সমতার পক্ষে কাজ করে আসছেন এবং ইতোমধ্যে শিশু অধিকার ও জেন্ডার সমতার একজন তরুণ কণ্ঠস্বর হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন।
প্রতীকীভাবে দূতাবাস, সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃত্বের আসনে বসে। মূল লক্ষ্য হলো তরুণীদের নেতৃত্ব বিকাশে অনুপ্রাণিত করা ও সামাজিক ধ্যানধারণাকে চ্যালেঞ্জ করা।
বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত এইচ ই হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন বলেন, ‘সাদিয়াকে রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে দেখে আমরা আনন্দিত। তার কাজ প্রমাণ করে, মেয়েরা সুযোগ পেলে সমাজ এগিয়ে যায়। বাল্যবিবাহ রোধ ও নারী শিক্ষার পক্ষে তার উদ্যোগ অনুপ্রেরণার।’
টেকওভার কার্যক্রমে সাদিয়া ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিংহের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তরুণদের ভবিষ্যৎ গঠন ও অংশগ্রহণ বিষয়ে মতবিনিময় করেন।