গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও স্যালো ইঞ্জিনচালিত ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষর ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যের স্ত্রীসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত তিন জন।
গত শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কের বাজুনিয়া পাড়া এলাকার একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোবিন্দগঞ্জের বড়বাজুনিয়া পাড়া সরকার বাড়ির পুলিশ সদস্য আতিকুর রহমান সুমনের স্ত্রী লিমা বেগম (৪০) ও জয়পুরহাট সদরের বাসিন্দা সবদের আলী (৫০)।
আহতদের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নাকাইহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্র্যাক্টরের সংঘর্ষ হয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে লিপা বেগম ও সবদের আলী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। লিমা বেগম ও সবদের আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে তার সত্যতা পেয়েছে। আহতদের মধ্যে দুজন মারা গেছেন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে।

স্টাফ রিপোর্টার 

























