মাগুরার শ্রীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের পরিচ্ছন্নতা কর্মীদের অশোভন আচরণের প্রতিবাদ করায় এক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়ে সমালোচনার জন্ম দেয়।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীপুর জোনাল অফিসের পরিচ্ছন্নতা কর্মীরা লাইন সঞ্চালনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছপালা পরিষ্কার অভিযানে নেমেছিলেন। এ সময় তারা গ্রাহক হালিম মোল্লার বাড়ির পাশে থাকা কয়েকটি ফলজ গাছ এমনভাবে কাটতে থাকেন যে গাছগুলো আর বাঁচানো সম্ভব ছিল না।
ভুক্তভোগী হালিম মোল্লার স্ত্রী গাছগুলো নষ্ট না করার জন্য কর্মীদের অনুরোধ করলে তারা তার সঙ্গে বাজে আচরণ করেন। হালিম মোল্লা বলেন, ‘আমার স্ত্রী প্রতিবাদ করায় পরিচ্ছন্নতা কর্মীরা অশোভন মন্তব্য করেন। পরে আমি ঘটনাটি জানতে পেরে তাদের এমন আচরণের প্রতিবাদ জানাই। এরপরই কোনো পূর্বাভাস ছাড়াই আমাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। বিদ্যুৎ না থাকায় আমরা চরম ভোগান্তিতে আছি।’
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শামীম হোসেন জানান, ‘পরিচ্ছন্নতা কর্মীকে থাপ্পর মারার ঘটনার পর সংশ্লিষ্ট পরিবারের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। ওই পরিবারকে অফিসে ডাকা হয়েছে। তারা রোববার আলোচনা করতে ইচ্ছুক হয়েছেন। বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসা হলে সংযোগ পুনরায় চালু করা হবে।’
স্থানীয়রা এই ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, বিদ্যুৎ সেবার নামে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সুষ্ঠু তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের বিদ্যুৎ সংযোগ দ্রুত পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন।

ডিজিটাল রিপোর্ট 




















