মেহেরপুরে বিআরটিসির একটি বাসের ধাক্কায় শরিফুল ইসলাম (বয়স উল্লেখ নেই) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের শহরের ব্র্যাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম শহরের মল্লিকপাড়া এলাকার খাদেমুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলায় শরিফুল ইসলাম সড়ক পার হওয়ার সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মেহেরপুর ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার শামীম হোসেন জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে এসে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেছবাহ উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতলের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

স্টাফ রিপোর্টার 





















