ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি লিখেছেন, ‘ভোট কেনার বদলে ভোট ভিক্ষা করেই আমি পার্লামেন্টে হাজির হব।’ রোববার (৯ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব লিখেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ইতিমধ্যে তিনি প্রচার চালাচ্ছেন। মসজিদে নামাজের পর তার লিফলেট বিতরণের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর পক্ষে-বিপক্ষে শুরু হয় আলোচনা-সমালোচনা।
ইনকিলাব মঞ্চ হলো একটি সাংস্কৃতিক সংগঠন, যা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার দ্বারা অনুপ্রাণিত হয়ে শরিফ ওসমান হাদির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। সংগঠনের মূল লক্ষ্য হলো—সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র গঠন করা।

অনলাইন ডেস্ক 






















