মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানো হতে পারে—এমন ইঙ্গিতের পর দেশটি গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। এর অংশ হিসেবে দেশজুড়ে অস্ত্র মোতায়েন করা হচ্ছে, যার মধ্যে সোভিয়েত আমলের পুরোনো সরঞ্জামও রয়েছে।
ট্রাম্প এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, ‘সমুদ্রের পর এবার ভূমি হবে পরবর্তী লক্ষ্য।’
এর মধ্যেই যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানে একাধিক হামলা চালিয়েছে এবং ওই অঞ্চলে মার্কিন সামরিক সেনা উপস্থিতি জোরদার করা হয়েছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো অভিযোগ করেছেন, ট্রাম্প সরকার তাকে উৎখাতের চেষ্টা করছে।

ডিজিটাল ডেস্ক 

























