যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে পরিচিতি নর্থ ক্যারোলাইনায় ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। এর মাধ্যমে তিনি এই রাজ্যের ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট নিজের দখলে নিলেন। এ নিয়ে ২৩০টি ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে নির্বাচনী ফলাফলে এগিয়ে আছেন তিনি।
নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের জয় তাদের প্রচার শিবিরে ইতিবাচক প্রভাব ফেলবে। এটা তাদের জন্য ভালো খবর। কারণ এর মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০ ম্যাজিক সংখ্যার দিকে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প।
তবে এখনো বেশিরভাগ দোদুল্যমান রাজ্যের ফলাফল ঘোষণা করা হয়নি। অর্থাৎ পরিস্থিতি এখনো কমলা হ্যারিসের পক্ষে চলে যেতে পারে। বিশেষ করে যদি তিনি তিনটি রাস্ট বেল্ট রাজ্য—উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগান—জিততে পারেন।
সবশেষ খবর বলছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পপুলার ভোট (সাধারণ ভোট) ৫ কোটি ৮৯ লাখ ৪৮ হাজার ৪৭৭ ভোট পেয়েছেন। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ৫ কোটি ৪৭ লাখ ৭৫ হাজার ৬৫৭ পপুলার ভোট পেয়েছেন।
এ ছাড়া এখন পর্যন্ত ভোটগ্রহণ শেষ হয়েছে এমন অঙ্গরাজ্যগুলোয় ইলেকটোরাল কলেজ ভোটের ক্ষেত্রে ট্রাম্প ২৩০টি এবং কমলা ১৬৫টি ভোট পেতে পারেন বলেন আভাস দেয়া হচ্ছে।