ময়মনসিংহ , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচনের সম্মান নষ্ট হলে তরুণ প্রজন্ম আরেকটা বিপ্লবে যেতে পারে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী শেরপুরের ঝিনাইগাতীতে গারো পাহাড়ের জঙ্গলে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন বললেন প্রধান উপদেষ্টা সাংবাদিক সোহেলকে ডিবির জিজ্ঞাসাবাদে আমার সংশ্লিষ্টতা নেই বললেন ফয়েজ তৈয়্যব গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে বললেন ফখরুল ভারতের বিরুদ্ধে জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে বললেন প্রধান উপদেষ্টা লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির গোলাম পরওয়ারের দাবি হাসিনার রায় ঘিরে কোনো অস্থিরতা সৃষ্টি হয়নি, বিজয় দিবসেও আশঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাবি এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয় বললেন রাশেদ শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে বললেন রুমিন ফারহানা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাংবাদিক সোহেলকে ডিবির জিজ্ঞাসাবাদে আমার সংশ্লিষ্টতা নেই বললেন ফয়েজ তৈয়্যব

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে গোয়েন্দা পুলিশে (ডিবি) নিয়ে জিজ্ঞাসাবাদ ও পরে ছেড়ে দেওয়ার ঘটনায় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘অসত্য’ বলে দাবিকে করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

গত মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে ঢাকার বাসা থেকে সাংবাদিক সোহেলকে নিয়ে যাওয়ার পর ডিবি কার্যালয়ে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আজ সকালে তাকে ছেড়ে দেওয়ার পর মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের মাধ্যমে ফয়েজ আহমদ তৈয়্যবের মন্তব্য গণমাধ্যমে পাঠানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ফয়েজ আহমদ তৈয়্যবকে উদ্ধৃত করে বলা হয়, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবেই একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কোনো কোনো গণমাধ্যম আমার ওপর দায় চাপিয়েছে। তাদের উদ্দেশেই আমার বক্তব্য—এটা অনভিপ্রেত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করে। এখানে আমার কোনো সংশ্লিষ্টতা থাকার অবকাশই নেই।’

ডিবির তল্লাশিতে নেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। এসব প্রকাশনার পরই তিনি তার অবস্থান পরিষ্কার করেন।

দেশে অনিবন্ধিত মুঠোফোন ঠেকানো ও নেটওয়ার্ক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থাটি চালু হওয়ার কথা। এ ব্যবস্থা কার্যকর হলে আমদানি অননুমোদিত, নিবন্ধনবিহীন বা চুরি হওয়া ফোন নেটওয়ার্কে ব্যবহার বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।

ডিবিতে জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে এনইআইআর বাস্তবায়নের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবকে যুক্ত করে ‘সত্যের অপলাপ’ করা হয়েছে বলে অভিযোগ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। তাদের ভাষায়, এমন ‘প্রোপাগান্ডা’ মুক্তমত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করছে এবং ‘এ ধরনের অসত্য তথ্য প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে’। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তাই আশা করি, এরপর আর কেউ এ ধরনের লেখায় বিভ্রান্ত হবেন না।’

এদিকে, ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়ে বাসায় ফেরার পর মিজানুর রহমান সোহেল ফেসবুকে দাবি করেন, সরকারের একজন উপদেষ্টার ইশারায় মাত্র ৯ জন মোবাইল ফোন ব্যবসায়ীকে মনোপলি ব্যবসা করার সুযোগ দেয়ার জন্যই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বলেন, এই ৯ জনের একজন ওই উপদেষ্টার স্কুল-বন্ধু।

তিনি আরও দাবি করেন, মাত্র ৯ জন ব্যবসায়ীকে সুবিধা দিতে সারাদেশে ২৫ হাজার মোবাইল ফোন ব্যবসায়ীকে পথে বসানোর গভীর চক্রান্ত চলছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে গ্রামের সাধারণ মানুষ, প্রবাসীসহ অনেকেই বিপদে পড়বেন। একটা চেইন ভেঙ্গে পড়বে। অনেক ব্যবসায়ী পথে বসে যাবে।

মিজানুর রহমান দেশের অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও টেলিভিশনের ডিজিটাল বিভাগগুলোর সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’-এর সাধারণ সম্পাদক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনের সম্মান নষ্ট হলে তরুণ প্রজন্ম আরেকটা বিপ্লবে যেতে পারে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সাংবাদিক সোহেলকে ডিবির জিজ্ঞাসাবাদে আমার সংশ্লিষ্টতা নেই বললেন ফয়েজ তৈয়্যব

আপডেট সময় ০৩:১৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে গোয়েন্দা পুলিশে (ডিবি) নিয়ে জিজ্ঞাসাবাদ ও পরে ছেড়ে দেওয়ার ঘটনায় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘অসত্য’ বলে দাবিকে করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

গত মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে ঢাকার বাসা থেকে সাংবাদিক সোহেলকে নিয়ে যাওয়ার পর ডিবি কার্যালয়ে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আজ সকালে তাকে ছেড়ে দেওয়ার পর মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের মাধ্যমে ফয়েজ আহমদ তৈয়্যবের মন্তব্য গণমাধ্যমে পাঠানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ফয়েজ আহমদ তৈয়্যবকে উদ্ধৃত করে বলা হয়, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবেই একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কোনো কোনো গণমাধ্যম আমার ওপর দায় চাপিয়েছে। তাদের উদ্দেশেই আমার বক্তব্য—এটা অনভিপ্রেত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করে। এখানে আমার কোনো সংশ্লিষ্টতা থাকার অবকাশই নেই।’

ডিবির তল্লাশিতে নেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। এসব প্রকাশনার পরই তিনি তার অবস্থান পরিষ্কার করেন।

দেশে অনিবন্ধিত মুঠোফোন ঠেকানো ও নেটওয়ার্ক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থাটি চালু হওয়ার কথা। এ ব্যবস্থা কার্যকর হলে আমদানি অননুমোদিত, নিবন্ধনবিহীন বা চুরি হওয়া ফোন নেটওয়ার্কে ব্যবহার বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।

ডিবিতে জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে এনইআইআর বাস্তবায়নের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবকে যুক্ত করে ‘সত্যের অপলাপ’ করা হয়েছে বলে অভিযোগ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। তাদের ভাষায়, এমন ‘প্রোপাগান্ডা’ মুক্তমত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করছে এবং ‘এ ধরনের অসত্য তথ্য প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে’। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তাই আশা করি, এরপর আর কেউ এ ধরনের লেখায় বিভ্রান্ত হবেন না।’

এদিকে, ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়ে বাসায় ফেরার পর মিজানুর রহমান সোহেল ফেসবুকে দাবি করেন, সরকারের একজন উপদেষ্টার ইশারায় মাত্র ৯ জন মোবাইল ফোন ব্যবসায়ীকে মনোপলি ব্যবসা করার সুযোগ দেয়ার জন্যই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বলেন, এই ৯ জনের একজন ওই উপদেষ্টার স্কুল-বন্ধু।

তিনি আরও দাবি করেন, মাত্র ৯ জন ব্যবসায়ীকে সুবিধা দিতে সারাদেশে ২৫ হাজার মোবাইল ফোন ব্যবসায়ীকে পথে বসানোর গভীর চক্রান্ত চলছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে গ্রামের সাধারণ মানুষ, প্রবাসীসহ অনেকেই বিপদে পড়বেন। একটা চেইন ভেঙ্গে পড়বে। অনেক ব্যবসায়ী পথে বসে যাবে।

মিজানুর রহমান দেশের অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও টেলিভিশনের ডিজিটাল বিভাগগুলোর সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’-এর সাধারণ সম্পাদক।