কুমিল্লায় জেলা প্রশাসন একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি বন্ধ করে দিয়েছে। বুধবার রাতে জেলা প্রশাসনের জে এম শাখা থেকে পৃথক দুটি চিঠিতে আমিন উর রশিদ ইয়াছিন গ্রুপ ও মনিরুল হক চৌধুরী গ্রুপকে জানানো হয়, ২০ নভেম্বর টাউন হল মাঠে কোনো রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে না।
দলের অভ্যন্তরীণ সূত্র জানায়, হাজী আমিন উর রশিদ ইয়াছিনের গ্রুপ টাউন হল মাঠে চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভার কর্মসূচি ঠিক করেছিল। অন্যদিকে মনিরুল হক চৌধুরীর নেতৃত্বাধীন গ্রুপ একই দিনে নির্বাচনী জনসভা করার পরিকল্পনা করেছিল। একই স্থানে একই দিনে দুই সমাবেশ ডাকায় উত্তেজনা, অস্বস্তি ও উদ্বেগ তৈরি হয়।
প্রথম চিঠি আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানকে এবং দ্বিতীয় চিঠি মনিরুল হক চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী আবদুল মোতালেব মজুমদারকে পাঠানো হয়।
এর আগে সন্ধ্যায় দেখা যায়, পূর্ব পাশে হাজী আমিন উর রশিদ ইয়াছিন গ্রুপ দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি নিচ্ছিল, আর পশ্চিম পাশে মনিরুল হক চৌধুরী গ্রুপ নির্বাচনী জনসভার মঞ্চ তৈরি করছিল। কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, জননিরাপত্তার স্বার্থে একই স্থানে কাউকেই অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি।

ডিজিটাল রিপোর্ট 























