কুমিল্লার নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধাবার (২৬ নভেম্বর) রাতে চিওড়া ইউনিয়নের তেজের বাজার এলাকা আটক করা হয়।
জানা যায়, স্থানীয় সূত্রের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বুধবার রাতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। যৌথ টহল দলটি নাঙ্গলকোট উপজেলার চিওড়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. আনোয়ার (৩০) ও মো. নাসির (২৩) নামে দুই ব্যক্তিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি একনলা দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের সঙ্গে জব্দ করা মালামাল আইনি প্রক্রিয়ার জন্য নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নাঙ্গলকোট আর্মি ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন মাহমুদ।

স্টাফ রিপোর্টার 




















