ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে মাদুরোর সঙ্গে ট্রাম্পের সরাসরি ফোনে কথা হয়, তবে মাদুরো ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন।
গত রোববার (৩০ নভেম্বর) ট্রাম্প এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি বলেছিলেন, “ফোনালাপ ভালো হয়েছে নাকি খারাপ, সেটি আমি বলব না। এটি ছিল শুধুই একটি ফোনকল।” ধারণা করা হয়, গত ২১ নভেম্বর ট্রাম্প ও মাদুরোর মধ্যে কথা হয়।
কিন্তু মাদুরো এই পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেন। তবে তিনি রাজনৈতিক ক্ষমতা ছেড়ে সশস্ত্র বাহিনীর ক্ষমতা নিজের কাছে রেখে দেওয়ার কথা বলেন। মিয়ামি হেরাল্ড জানিয়েছে, এই ফোনালাপটির ব্যবস্থা করে ব্রাজিল, কাতার এবং তুরস্ক। গত সোমবার হাজার হাজার সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মাদুরো বলেন, ভেনেজুয়েলানরা কোনো ক্রীতদাসে শান্তি চায় না।
এরপর মাদুরো আবারও তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু ট্রাম্প এতে কোনো সাড়া দেননি। তবে অনেক পর্যবেক্ষক মনে করেন, ট্রাম্প মাদুরোকে সরাসরি ক্ষমতা ছাড়তে বললেও তাকে ক্ষমতাচ্যুত করতে বড় ধরনের সামরিক অভিযান চালাবেন না।

ডিজিটাল ডেস্ক 
























