মাদারীপুরে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক যুবক আহত হন। নিহত অন্তর মোল্লা (২২) সদর উপজেলার রাস্তি ইউনিয়নে পুর্বরাস্তি এলাকার বাবুল মোল্লার ছেলে। আহত অপর যুবক শিশির চৌধুরী (২৪) শহরের পুরানবজার কাটপট্টি ব্রীজ সংলগ্ন নতুন মাদারীপুর এলাকার ছিদ্দিক চৌধুরীর ছেলে।
জানা গেছে, সোমবার রাতে শহরের আছমত আলী খান সেতু সড়কে একটি মোটরসাইকেল নিয়ে অন্তর ও শিশির দুই বন্ধু ঘুরতে যান। মোটরসাইকেল চালানো অবস্থায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যান। পরে রাস্তায় দুজনকে পরে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে আসেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়া হয়।। অবস্থা খারাপ থাকায় অন্তর মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন চিকিৎসক। দুর্ঘটনায় আহত অপর যুবক শিশিরের হাত ও চারটি দাত ভেঙে গেলে সদর হাসপাতালেই চিকিৎসা দেয়া হয় তাকে। মঙ্গলবার রাত ১২টায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান অন্তর মোল্লা।এদিকে স্থানীয় থানার রিপোর্ট ছাড়া নিহতের লাশ দেয়া যাবে না, অন্যথায় ময়নাতদন্ত করতে হবে নিহতের পরিবারকে জানান ঢাকা মেডিকেল হাসপাতাল কতৃপক্ষ। রিপোর্ট সংগ্রহে নিহতের বাবা বাবুল মোল্লা গভীর রাতে মাদারীপুর সদর থানায় গেলে পুলিশ জানায়, ঘটনার বিষয়ে তারা অবগত নন। বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে তদন্ত পরবর্তী রিপোর্ট দিতে পারবেন পুলিশ।মৃত সন্তানের লাশ না আনতে পারায় বার বার মূর্ছা যাচ্ছেন নিহতের মা। অন্তরে পরিবারের দাবি তাদের আদরের সন্তান অন্তরের মরদেহ যেনো ময়নাতদন্ত না করা হয়। এজন্য মাদারীপুর পুলিশের নিকট সহায়তা চাচ্ছেন তারা।মাদারীপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি জেনেছি। তবে মরদেহ ঢাকায় থাকায় বিষয়টি ওই থানার এখতিয়ারভুক্ত।