শেরপুরের নালিতাবাড়ীতে একটি ধর্ষণ মামলার পলাতক আসামি জাহিদুল ইসলামকে (২৪) গ্রেফতার করেছে র্যাব।
গত বুধবার (৭ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে৷
এর আগে, মঙ্গলবার রাতে আশুলিয়া থানার কাঠগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, আসামি জাহিদুল ইসলাম ও ভিকটিমের বাড়ি পাশাপাশি হওয়ায় দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাবসহ ভিকটিমকে উত্যক্ত করতো। বিষয়টি ভিকটিমের পিতা জানতে পেরে তাকে নিষেধ করলে আসামি ক্ষিপ্ত হয়ে গত ২০ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে ভিকটিমকে বাড়িতে একা পেয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের শারীরিক পরিবর্তন লক্ষ্য করে জানা যায়, সে ৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়েছে। ঘটনার পর ভিকটিমের পিতা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে আদালতের আদেশে শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় মামলা রুজু হয়।
মামলা রুজুর পর থেকেই র্যাব আসামিকে গ্রেফতারে তৎপর ছিল। গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।

জেলা প্রতিনিধি, শেরপুর 

















