ময়মনসিংহ , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মগবাজার থেকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক জামায়াত আমিরের সঙ্গে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই জানিয়েছেন আলী রীয়াজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ‘সুদ’ থেকে আয়ের টাকা কেউ কেউ দান করে দিতেও পারে বললেন তাহেরি প্রতিবেশীর বিড়াল পিটিয়ে হত্যা, থানায় অভিযোগ যশোরে ‘ডাকাত আখ্যা’ দিয়ে প্রকাশ্যে পিটিয়ে যুবক হত্যা নোয়াখালীতে ময়মনসিংহ সদর আসনে বিএনপি প্রার্থী আব্দুল ওয়াহাব আকন্দের পক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আজ দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহ সদর আসনে বিএনপি প্রার্থী আব্দুল ওয়াহাব আকন্দের পক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ সদর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আব্দুল ওয়াহাব আকন্দ (ওয়াহিদ)-এর পক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর ১১ নম্বর ওয়ার্ডে এ অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহ বিএনপির ১১ নম্বর ওয়ার্ডবাসী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান সরকার রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর কৃষক দলের সভাপতি মোঃ এনামুল হক লিটন আকন্দ, মহানগর কৃষক দলের আহ্বায়ক কৃষিবিদ আবুল খায়ের দীপু এবং ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মোঃ খসরু, সৈয়দ সামিউর রহমান, মোঃ আব্দুল হানিফ সরকার, মোঃ তৈহিদসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রোকনুজ্জামান সরকার রোকন বলেন,
“জাতি-ধর্ম নির্বিশেষে এই দেশ আমাদের সকলের। দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে।”

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে জনগণের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে হবে। এ সময় তিনি তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন আলহাজ্ব কৃষিবিদ আবুল খায়ের দীপু। তিনি বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে। ময়মনসিংহের উন্নয়ন ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে মোঃ আব্দুল ওয়াহাব আকন্দকে বিজয়ী করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি।”
বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপির বিকল্প নেই। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মগবাজার থেকে

ময়মনসিংহ সদর আসনে বিএনপি প্রার্থী আব্দুল ওয়াহাব আকন্দের পক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

ময়মনসিংহ সদর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আব্দুল ওয়াহাব আকন্দ (ওয়াহিদ)-এর পক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর ১১ নম্বর ওয়ার্ডে এ অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহ বিএনপির ১১ নম্বর ওয়ার্ডবাসী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান সরকার রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর কৃষক দলের সভাপতি মোঃ এনামুল হক লিটন আকন্দ, মহানগর কৃষক দলের আহ্বায়ক কৃষিবিদ আবুল খায়ের দীপু এবং ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মোঃ খসরু, সৈয়দ সামিউর রহমান, মোঃ আব্দুল হানিফ সরকার, মোঃ তৈহিদসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রোকনুজ্জামান সরকার রোকন বলেন,
“জাতি-ধর্ম নির্বিশেষে এই দেশ আমাদের সকলের। দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে।”

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে জনগণের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে হবে। এ সময় তিনি তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন আলহাজ্ব কৃষিবিদ আবুল খায়ের দীপু। তিনি বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে। ময়মনসিংহের উন্নয়ন ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে মোঃ আব্দুল ওয়াহাব আকন্দকে বিজয়ী করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি।”
বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপির বিকল্প নেই। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।