চট্টগ্রামে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন র্যাব সদস্য নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া। এ ঘটনায় আহত র্যাবের আরও তিনজন সদস্য চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন আছেন। র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব সদস্যরা অভিযানে গেলে মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
দুষ্কৃতকারীদের অতর্কিত হামলায় র্যাবের চারজন সদস্য গুরুতর আহত হন। পরে থানা পুলিশের সহযোগিতায় আহত র্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ-এ পাঠানো হয়। চট্টগ্রাম সিএমএইচ-এর জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। বাকি তিন জন র্যাব সদস্য চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন।
এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম বলেন, “সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এখন যেহেতু রাত, সেহেতু আগামীকাল মঙ্গলবার আসামি গ্রেফতারে কীভাবে অভিযান পরিচালনা করা যায়, সে বিষয়ে করণীয় ঠিক করা হবে।”

ডিজিটাল ডেস্ক 





















