শেরপুরের নালিতাবাড়ীতে শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।গত ২০ জানুয়ারি মঙ্গলবার উপজেলার রানীগাঁও (মাতব্বর) বাজারে এই কম্বল বিতরণ বাস্তবায়ন করে ‘বাঘবেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠন’।
নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান এমএ রায়হানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর এর প্রোগ্রাম ডাইরেক্টর( পিডি) ড. জগদীশ চন্দ্র বর্মন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাঘবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, ছাত্রনেতা ও বাঘবের ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ইউসুফ মিয়া প্রমুখ।
কম্বল উপহার পেয়ে আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

খন্দকার আব্দুল আলীম 





















