টালিউডের জনপ্রিয় দুই তারকা দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি ফের একসঙ্গে নতুন সিনেমায় জুটি বাঁধবেন। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় এমন ঘোষণা দিয়েছেন দেব-শুভশ্রী।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, দেবের প্রযোজনায় চলতি বছরের পূজায় মুক্তি পাবে সিনেমাটি, তবে সিনেমার নাম ও নির্মাতার নাম এখনই প্রকাশ করছেন না প্রযোজক ও অভিনেতা দেব।
অভিনেত্রী বলেন, ‘অতীতে যা ছিল, তা নিয়ে বেঁচে থাকতে চাই না। আমরা অনেকটা এগিয়ে গিয়েছি বলে কাজ করতে পারছি। সেই সঙ্গে আমাদের সঙ্গীরা রয়েছে পাশে। রুক্মিণী এবং রাজকে ধন্যবাদ, আমাদের পাশে এইভাবে রয়েছেন বলেই আমরা কাজ করতে পারছি।’
অভিনেতার অনুরোধ, ‘ব্যক্তিগত আক্রমণ করবেন না এই লাইভের পরে। আমরা জানি, আপনারা আমাদের ভালবাসেন, একসঙ্গে দেখতে চান। কিন্তু তা বলে আমাদের সঙ্গীদের উদ্দেশে খারাপ মন্তব্য করবেন না।’
গেল বছরের আগষ্টে প্রায় এক যুগের বিরতি ভেঙে দেব ও শুভশ্রী বড় পর্দায় হাজির হয়েছিলেন ‘ধূমকেতু’ সিনেমা নিয়ে। সেই অনুষ্ঠানের প্রচারে দেব ও শুভশ্রীকে নিয়ে যতটা না আলোচনা হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে নায়িকার স্বামী এবং নায়কের প্রেমিকাকে নিয়ে। তাই এবার আগেই ভক্তদের সতর্ক করলেন এই জুটি।
দেব বলেছেন, তাদের নতুন সিনেমায় প্রেম, অ্যাকশন, রোমাঞ্চসহ সব ধরনের উপাদান থাকবে। প্রায় ১০ মাস আগে থেকে সিনেমার টিকিট অগ্রিম বুকিং নেওয়ারও কথা রয়েছে।
শুভশ্রী যার ঘরনী, সেই রাজ চক্রবর্তী ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমায় নায়ক-নায়িকার চরিত্রে নিয়ে আসেন দেব ও শুভশ্রীকে। সিনেমাটি ব্লকবাস্টার হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই জুটিকে।
‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’ থেকে ‘খোকাবাবু’সহ একের পর এক ব্যবসাসফল সিনেমায় এই জুটিকে পেয়েছে দর্শক।
‘পরাণ যায় জ্বলিয়া রে’ সিনেমায় কাজ করার সময় দেব-শুভশ্রী তাদের প্রেমের কথা যে যার পরিবারকেও জানিয়েছিলেন। কিন্তু বিয়ের আগেই সম্পর্ক চুকে যায়।
প্রেম ভাঙার পরও ২০১৫ সালে ‘ধূমকেতু’ সিনেমায় জুটি বাঁধেন দেব-শুভশ্রী। পেশাদারত্ব থেকেই তারা একসঙ্গে কাজ করতে রাজি হয়েছিলেন। শুটিংও শেষও করেছিলেন প্রতিশ্রুতি মেনে। সেই সিনেমাটিই দশ বছর পর মুক্তি পায়। সিনেমায় সাড়া পেয়ে নতুন করে আবারও পর্দায় আসছেন তারা।

ডিজিটাল ডেস্ক 























