রাজধানী ঢাকার বাতাস আজ (২২ জানুয়ারি) সকালে ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে বায়ুদূষণে বিশ্বের শীর্ষ নগরীগুলোর তালিকায় থাকছে ঢাকা। আজও এর ব্যতিক্রম হয়নি।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৯টায় মনিটে বিশ্বের ১২৫টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান ছিল পঞ্চম। এ সময় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২২২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। তবে নগরীর দুটি স্থানে বায়ুদূষণের মাত্রা পৌঁছেছে ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে।
আজ বায়ুদূষণে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ছিল ৩২৪।
বিশেষজ্ঞদের মতে, বায়ুমান সূচক ২০০ ছাড়ালে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০ ছাড়ালে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়। আজ সকালে ঢাকার নিকুঞ্জ এলাকার এএসএল সিস্টেমস লিমিটেডে একিউআই ছিল ৩৯২ এবং মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় ছিল ৩৩০—যা দুটিই ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের।
দেশের অন্যান্য এলাকাতেও বায়ুদূষণ বাড়ছে। অনেক সময় ঢাকার বাইরের শহরগুলোতে দূষণের মাত্রা রাজধানীর চেয়েও বেশি দেখা যাচ্ছে। যদিও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নেওয়া কার্যক্রমগুলো মূলত ঢাকাকেন্দ্রিক, তবে সেগুলোর কার্যকর প্রভাব তেমন দেখা যাচ্ছে না।
আইকিউ এয়ারের পরামর্শ অনুযায়ী, আজকের এই পরিস্থিতিতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখতে বলা হয়েছে।

ডিজিটাল ডেস্ক 




















