শেরপুরের নালিতাবাড়ীতে মানিক মিয়া (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কদমতলী বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া ওই এলাকার শাহজাহান ভান্ডারির ছেলে। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মানিক মিয়া রাতের খাবার শেষে বসতঘরের উত্তর পাশের কক্ষে ঘুমাতে যান। এ সময় তার স্ত্রী শুকতারা বেগমও একই কক্ষে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ১১টার দিকে স্ত্রী হঠাৎ ঘুম থেকে জেগে দেখেন, মানিক মিয়া ঘরের ধর্ণার সঙ্গে রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। তার চিৎকারে মা মরিয়ম বেগমসহ পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন এবং মানিককে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো অভিযোগের কথা জানা না গেলেও ঘটনাটি খতিয়ে দেখছে প্রশাসন।
নালিতাবাড়ী থানা পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড। বর্তমানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

জেলা প্রতিনিধি শেরপুর 




















