খাগড়াছড়ি শহরের অপর্ণা চৌধুরী পাড়ায় ঘরে ঢুকে চুমকি রাণী দাশ নামে এক নারীকে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সন্দেহভাজন রাসেলকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। আটককৃত ব্যক্তি নিহত চুমকি দাশের ছেলে প্রান্ত দাশের বন্ধু। তাদের মধ্যে আর্থিক লেনদেন আছে।
এর আগে, বৃহস্পতিবার রাতে শহরের অপর্ণা চৌধুরী পাড়ার বাসায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল চুমকির মরদেহ। স্বজনরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্বজনদের ধারণা স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। নিহতের মাথা, গলা ও শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের ছেলে প্রান্ত দাশ জানান, সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে বাজারে যায়। বাজার থেকে ফিরে দেখি মা মেঝেতে পরে আছে। রক্তে চারপাশ ভেজা। মায়ের ব্যবহৃত স্বর্ণালংকার গুলো নিয়ে গেছে খুনীরা। এ ঘটনার সুষ্ঠু বিচার চায় পরিবার।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, এ ঘটনায় নিহতের পরিবার থেকে মামলা করা হয়েছে। সম্ভাব্য বিষয় মাথায় রেখে অভিযান চলছে।