রিয়াজ ও রফিক বুটেক্স সাংবাদিক সমিতির নেতৃত্বে
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সাংবাদিক সমিতির ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার বুটেক্স প্রতিনিধি মাহবুব আলম রিয়াজ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রফিকুল ইসলাম।
এ ছাড়া সহসভাপতি হয়েছেন আব্দুল্লাহিল কাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাবী সিদ্দিকী জুবায়ের, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল্লাহ আল জাবের রাফি, অর্থ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ ও কার্যকরী সদস্য মোহাম্মদ সাজ্জাদুর রহমান।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট প্রদান কার্যক্রম শেষে দুপুর ২টায় ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবেল খান নির্বাচনের ফল ঘোষণা করেন ।
বিকেলে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা, সহকারী অধ্যাপক মো. রুবেল খান, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. মোরশেদুল হক প্রমুখ।