পূর্বধলায় ধারালো ছুরিকাঘাতে ভাইয়ের হাতে ভাই খুন
নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আফজাল হোসেন হৃদয় (২৮) খুন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সদর ইউনিয়ন জামতলায় এ ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধীদের জেরে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল আজ সকালে এ বিবাদ চরম পর্যায়ে পৌঁছে। আজ সকালে বড় ভাই ইকবাল ছোট ভাই হৃদয়কে ধারালো চুরি দিয়ে বুকে এবং কপালে আঘাত করে।
পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত আফজাল হোসেন হৃদয় উপজেলা সদরের জামতলা এলাকার মৃত হাসেন আলীর ছেলে।
নিহত আফজাল হোসেন হৃদয় এর স্ত্রী রুপা আক্তার জানান, আমার স্বামী ও তার বড় ভাইয়ের মধ্যে পৈতৃক জমি-জমা ভাগাভাগি করে দেওয়া হয়েছে। কিন্তু এ নিয়ে বড়ভাই অসন্তুষ্ট ছিলো। শত্রুতা পোষণ করে গতকাল থেকেই ধারালো অস্ত্র নিয়ে ঘুরাফেরা করছিলো। আমার স্বামীকে গতরাত থেকেই ঘরে আটকে রাখি কিন্তু আজ সকালে ঘর থেকে বের হতেই তাকে কুপিয়ে হত্যা করে। আমাদের তিনটি ছোট ছোট বাচ্ছা নিয়ে এখন কিভাবে চলবো। আমি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত ইকবাল পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।