ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি মাদ্রাসার লকার থেকে ১২ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, ঘটনাটি ঘটেছে উপজেলার একটি স্থানীয় মাদ্রাসায়।
(সামাজিক মর্যাদার মাদ্রাসার ক্ষুন্ন হতে পারে তাই মাদ্রাসার নামটি গোপন রাখা হলো)
মাদ্রাসার কর্তৃপক্ষ জানায়, লকারে শিক্ষার্থীদের ফি এবং বিভিন্ন অনুদানের টাকা রাখা ছিল। গত কাল কোনো এক সময়ে অজ্ঞাত চোর লকারের তালা ভেঙে ১২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। রাতে বিষয়টি জানার পর মাদ্রাসার প্রধান শিক্ষক বিষয়টি জানিয়েছেন।
এ ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ ধরনের ঘটনা প্রতিরোধে আরও নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।