কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল থেকে তিন দিন এলএনজি সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল ১০ জানুয়ারি দুপুর ১২ টা থেকে ১৩ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। এতে সারাদেশে গ্যাস সংকট বাড়তে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীস্থ এক্সিলারেট এনার্জি পরিচালিত এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) থেকে মোট ৭২ ঘণ্টা আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে।
জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

Reporter Name 

























