স্থিতিশীল বাংলাদেশ গড়তে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে মন্তব্য করেছেন ভারতে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত এরিক গারসেটি।
শুক্রবার (১০ জানুয়ারি) ভারতের কলকাতায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। খবর টাইমস অফ ইন্ডিয়া।
গারসেটি বলেন, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা গত সপ্তাহে এক বৈঠক করেছিলেন এবং সেখানে বাংলাদেশ ছিল এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আমরা কীভাবে বাংলাদেশকে সবচেয়ে ভালোভাবে সাহায্য করতে পারি? বাংলাদেশ কীভাবে দ্রুত নির্বাচন আয়োজন করতে পারে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য।
এসময় গারসেটি বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ও শাসনব্যবস্থা পরিবর্তন নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, শাসনব্যবস্থা পরিবর্তন করা সবসময় কঠিন হয়ে পড়ে, তবে এটিকে যদি বিশ্ব সম্প্রদায় গ্রহণ করে নিতে পারে, তাহলে তা একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে।
গারসেটি আরও বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র এবং ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাইডেন এবং আসন্ন ট্রাম্প প্রশাসন উভয়েই বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন।