বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। ব্যবসায়ী যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে তার বিচার হওয়া উচিত। কিন্তু বিনা কারণে ব্যবসায়ী হয়রানি বন্ধ করতে হবে।
গতকাল শুক্রবার সকালে বগুড়ায় ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যারা অন্যায় করেছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ বা শাস্তি হোক, এ বিষয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু কোনো ব্যবসাপ্রতিষ্ঠান অথবা উৎপাদনকারী প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে।’
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আমরা চাই দেশে কোনো প্রতিষ্ঠান বন্ধ না হোক।
বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করে উৎপাদন বাড়াতে হবে এবং শ্রমিকের কর্মসংস্থান করতে হবে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগ অন্যায় করেছে, সন্ত্রাস করেছে, তাদের ব্যাপারে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেয়নি এটা দুঃখের বিষয়।
আওয়ামী লীগ যখনই দেশে সরকার গঠন করেছে, তখনই দেশকে দুর্বৃত্তায়ন এবং অপরাধের দিকে ধাবিত করেছে। আমরা চাই তাদের সবারই বিচার হোক।
আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে কি না সেটা জনগণ বিচার করবে।’
আবদুল আউয়াল মিন্টু আরো বলেন, বগুড়া একসময় উত্তর অঞ্চলের ব্যবসার ঘাঁটি ছিল। বিভিন্নভাবে বৈষম্যের কারণে সেই সুযোগ-সুবিধা বগুড়ার মানুষ পায়নি। ভবিষ্যতে যখন বাংলাদেশে যথাযথ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, তখন বৈষম্যমুক্ত করে এই বগুড়াকে আবার শক্তিশালী হিসেবে পরিণত করা হবে।