সাতক্ষীরার দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে পাচারের সময় বিপুল পরিমাণ বই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পরে সন্ধ্যার সময় সখিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিপুল পরিমাণ বই ভ্যান গাড়িতে করে পাচার হচ্ছিল। বই পাচারের বিষয়টি বুঝতে পেরে মাঝ পথে ভ্যান গাড়িটি আটক করে স্থানীয় জনতা। তখন জানা গেছে বইগুলো একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেন ওই স্কুলের প্রধান শিক্ষক তহিরুজ্জামান। পরে ওই ভ্যান ভর্তি বই উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন চত্বরে আনা হলে সেখানে খবর পেয়ে হাজির হন একাধিক অভিভাবক। এসময় ক্ষোভ প্রকাশ করেন তারা। পরে প্রশাসনের চাপের মুখে বাধ্য হয়ে বিক্রিত বই স্কুলে ফেরত দেন ওই ক্রেতা।
সবশেষ ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমিক বিদ্যালয়ের বইগুলো বাছাই করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ফেরত দেওয়ার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বিষয়টি শোনার পর একাডেমিক সুপারভাইজার ও থানার ওসির মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয় সংশ্লিষ্ট বইগুলো ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।