ময়মনসিংহ , শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হঠাৎ মঞ্চে অসুস্থ সাবিনা ইয়াসমিন,কেমন আছেন এখন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

একটি অনুষ্ঠানে গান গাওয়ার সময় শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। রাত সাড়ে ১০টায় সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ জানিয়েছিলেন, সাবিনা ইয়াসমীন সুস্থ আছেন। তাকে বাসায় নিয়ে যাওয়া হবে। 

সাবিনা ভক্তদের প্রশ্ন এখন কেমন আছেন গায়িকা। সে খবর জানালেন সাবিনা ইয়াসমীনের মেয়ে সংগীতশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে দেশের একটি সংবাদমাধ্যমে ইয়াসমিন ফায়রুজ বাঁধন জানান, সাবিনা ইয়াসমীনকে চিকিৎসকেরা এখনো পর্যবেক্ষণে রেখেছেন। তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।

প্রবীণ সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন দীর্ঘ এক বছর পর ঢাকার মঞ্চে গান পরিবেশন করেন। তবে গান গাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অসুস্থতার কারণে আপাতত কোনো অনুষ্ঠানে গান গাইবেন না বলে জানিয়েছেন তার কন্যা ইয়াসমিন ফায়রুজ বাঁধন। বর্তমানে বিশ্রামে থাকা এই গুণী শিল্পী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি সংগীতানুষ্ঠানে অংশ নেয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে সেটি বাতিল করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় আয়োজিত এক বিশেষ সংগীতানুষ্ঠানে অংশ নেন সাবিনা ইয়াসমীন। প্রায় সোয়া এক ঘণ্টা গান পরিবেশনের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ছবি: সংগৃহীত

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় আয়োজিত এক বিশেষ সংগীতানুষ্ঠানে অংশ নেন সাবিনা ইয়াসমীন। প্রায় সোয়া এক ঘণ্টা গান পরিবেশনের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। জানা গেছে, গানের মাঝে হঠাৎ ভার্টিগো সমস্যার কারণে তিনি ভারসাম্য হারান এবং মঞ্চে পড়ে যান। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয় এবং চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন।

এই অনুষ্ঠানের মাধ্যমে এক বছরের বেশি সময় পর মঞ্চে ফিরেছিলেন এই কিংবদন্তি শিল্পী। ২০২৩ সালের শেষ দিকে তিনি অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেছিলেন। তবে এরপর থেকে তিনি আর মঞ্চে গান গাওয়ার সুযোগ পাননি।

১৯৬২ সালে ছোটদের গানে কণ্ঠ দেয়ার মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন সাবিনা ইয়াসমীন। এরপর অসংখ্য চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে বাংলা গানের জগতে অমূল্য অবদান রেখেছেন। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রে তার প্রথম প্লেব্যাক সংগীত ছিল। সর্বশেষ ২০২০ সালে কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ সিনেমার গানে কণ্ঠ দেন এবং চারটি গানের সুরও করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

হঠাৎ মঞ্চে অসুস্থ সাবিনা ইয়াসমিন,কেমন আছেন এখন

আপডেট সময় ০২:৫৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

একটি অনুষ্ঠানে গান গাওয়ার সময় শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। রাত সাড়ে ১০টায় সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ জানিয়েছিলেন, সাবিনা ইয়াসমীন সুস্থ আছেন। তাকে বাসায় নিয়ে যাওয়া হবে। 

সাবিনা ভক্তদের প্রশ্ন এখন কেমন আছেন গায়িকা। সে খবর জানালেন সাবিনা ইয়াসমীনের মেয়ে সংগীতশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে দেশের একটি সংবাদমাধ্যমে ইয়াসমিন ফায়রুজ বাঁধন জানান, সাবিনা ইয়াসমীনকে চিকিৎসকেরা এখনো পর্যবেক্ষণে রেখেছেন। তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।

প্রবীণ সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন দীর্ঘ এক বছর পর ঢাকার মঞ্চে গান পরিবেশন করেন। তবে গান গাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অসুস্থতার কারণে আপাতত কোনো অনুষ্ঠানে গান গাইবেন না বলে জানিয়েছেন তার কন্যা ইয়াসমিন ফায়রুজ বাঁধন। বর্তমানে বিশ্রামে থাকা এই গুণী শিল্পী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি সংগীতানুষ্ঠানে অংশ নেয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে সেটি বাতিল করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় আয়োজিত এক বিশেষ সংগীতানুষ্ঠানে অংশ নেন সাবিনা ইয়াসমীন। প্রায় সোয়া এক ঘণ্টা গান পরিবেশনের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ছবি: সংগৃহীত

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় আয়োজিত এক বিশেষ সংগীতানুষ্ঠানে অংশ নেন সাবিনা ইয়াসমীন। প্রায় সোয়া এক ঘণ্টা গান পরিবেশনের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। জানা গেছে, গানের মাঝে হঠাৎ ভার্টিগো সমস্যার কারণে তিনি ভারসাম্য হারান এবং মঞ্চে পড়ে যান। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয় এবং চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন।

এই অনুষ্ঠানের মাধ্যমে এক বছরের বেশি সময় পর মঞ্চে ফিরেছিলেন এই কিংবদন্তি শিল্পী। ২০২৩ সালের শেষ দিকে তিনি অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেছিলেন। তবে এরপর থেকে তিনি আর মঞ্চে গান গাওয়ার সুযোগ পাননি।

১৯৬২ সালে ছোটদের গানে কণ্ঠ দেয়ার মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন সাবিনা ইয়াসমীন। এরপর অসংখ্য চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে বাংলা গানের জগতে অমূল্য অবদান রেখেছেন। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রে তার প্রথম প্লেব্যাক সংগীত ছিল। সর্বশেষ ২০২০ সালে কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ সিনেমার গানে কণ্ঠ দেন এবং চারটি গানের সুরও করেন।