গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী ফরিদা পারভীন এখন আগের চেয়ে একটু ভালো আছেন। শ্বাসকষ্ট কমেছে। পরিস্থিতির অবনতি হয়নি। তবে এখনো তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। প্রথম আলোকে আজ সোমবার সকালে খবরটি জানিয়েছেন চিকিৎসাধীন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী।
এদিকে শিল্পীর স্বামী একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক গাজী আবদুল হাকিম জানান, চিকিৎসক জানিয়েছেন, তাঁর শরীরের অবস্থা আগের চেয়ে একটু ভালো। আরও ভালো না হওয়া পর্যন্ত তাঁকে আইসিইউতেই রাখতে হবে।
চিকিৎসকসূত্র জানা গেছে, ফরিদা পারভীন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েডের সমস্যায় ভুগছেন। বার্ধক্যজনিত কিছু সমস্যাও আছে। বর্তমানে বক্ষব্যাধি, কিডনি ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তিনি। আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘তাঁর ফুসফুসের পানির পরিমাণ কমেছে। আমরা তাঁর সাপোর্ট যত কমাতে পারব, শারীরিক অবস্থার উন্নতির ব্যাপারে আশবাদী থাকব।’