ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও দুজন।
গত শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে। মদ্যপানে মৃত্যু হওয়া দুই ব্যক্তি হলেন উপজেলার ইছাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের কুকিল মালাকারের ছেলে শ্রীনিবাস (৭০) ও সৌরভ দাস (৩৫)।
অজিত সুমন ও মন্টু মালাকারকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূজার অনুষ্ঠান শেষে শুক্রবার রাতে উপজেলার মির্জাপুর গ্রামে কুকিল মালাকারের বাড়িতে মাদের আসর জমায়। এতে অতিরিক্ত মদ্যপানে ঘটনাস্থলে ২ জন নিহত হন। আতঙ্কে বাকিরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে সুমন ও মন্টুকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।
বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, অতিরিক্ত মদ্যপানে ২ জন নিহত হয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।