কক্সবাজারের টেকনাফে অপহৃতকে ছেড়ে দিয়ে পালানোর সময় অস্ত্র ও গুলিসহ এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার রিদুয়ান (২০) হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার আব্দুস সালামের ছেলে। অপহৃত ফরিদুল উল্লাহ (৪৩) একই ইউনিয়নের দক্ষিণ আলিখালী এলাকার মোহাম্মদ সৈয়দের ছেলে।
ওসি গিয়াস উদ্দিন জানান, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফসলি খেতের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় ফরিদুল উল্লাহকে অস্ত্রের মুখে অজ্ঞাত একদল দুর্বৃত্ত অপহরণ করে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে নিয়ে যায়।
রোববার রাতে প্রযুক্তির সহায়তায় দুর্বৃত্তদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতকে ছেড়ে পালানোর চেষ্টা করে। এ সময় রিদুয়ানকে গ্রেফতার করা হয়। তার শরীর তল্লাশি করে একটি দেশীয় তৈরি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার রিদুয়ান একজন চিহ্নিত মাদককারবারি। মাদক কারবারের পাশাপাশি সংঘবদ্ধ অপহরণ চক্রের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।