মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুইটি বালু কাটার ড্রেজার জব্দ করেছে নৌ-পুলিশ। শনিবার (১৫ মার্চ) দুটি ড্রেজারকে পঞ্চাশ হাজার করে এক লক্ষ টাকা জরিমানার পর মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাই ভাই এবং তহসিন সিফাত নামক ড্রেজার দুটির মালিক বি এম আতাহার বেপারী এবং ফরহাদ মোল্লা।
এর আগে ভাই ভাই ড্রেজারের পক্ষে মো. আব্দুল মান্নান এবং তহসিন সিফাতের পক্ষে আবুল কালাম এসিল্যান্ড অফিসে ড্রেজারগুলোর যাবতীয় কাগজপত্র নিয়ে হাজির হন।
চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, আমরা গত দুইমাসে অবৈধ বালু চোরদের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযান চালিয়ে এই দুইটি ড্রেজারকে বালু মহাল আইনে নিয়মিত মামলা দিয়েছি। এছাড়াও মোবাইল কোর্টের মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। বালু চোরদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, এই অভিযান পরিচালনার সময় কাঁঠালবাড়ী ঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুইটি বালু কাটার ড্রেজার জব্দ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে এগুলোকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বালু চোরদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।