প্রসাদ দাস :
ময়মনসিংহ সদর উপজেলার ১ নং অষ্টধার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এমদাদুল হক আরমান ওনার পারিবারিক উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের ২০০০(দুই হাজার) গরীব ও দুস্ত পরিবারেরকে ঈদ উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে জনাব এমদাদুল হক আরমানের কাছে জানতে চাইলে তিনি জানান- আমারা দীর্ঘদিন যাবৎ এলাকার গরীব ও দুস্ত পরিবারগুলোকে বিভিন্ন সময়ে পারিবারিক ভাবে সার্বিক সহযোগিতা করে আসছি এরি ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ যেনো আমার অষ্টধার ইউনিয়নের সকলেই ভাগকরে নিতে পারি সে লক্ষে এমন উদ্যোগ।
উল্লেখ্য যে বিগত করোনা পরবর্তী সময়ে পবিত্র ঈদুল ফিতরের সময় ইউনিয়নের ৪০০০(চার হাজার) পরিবারকে নতুন শাড়ী লুঙ্গি ঈদ উপহার দিয়েছিলো তার পরিবার।
সদাহাস্যজ্বল , সদালাপী, উইনিয়নে গরীবের আপনজন ও দানবীর হিসেবে ক্ষ্যত এমদাদুল হক আরমানের কাছে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি জানান – বঙ্গবন্ধু কণ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দারিদ্র্য মূক্ত বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারি ফলসূতি হিবে অষ্টধার ইউনিয়নে ক্ষুধা, দারিদ্র্য, দূর্নীতি, সন্ত্রাস, মাদক, চুরি-ছিনতাই মুক্ত ইউনিয়ন গড়ার জন্য আমি নিরলসভাবে কাজ করে চলেছি। ইতিমধ্যে ইউনিয়ন সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ইউনিয়নির গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি এবং বাকী গুরুত্বপূর্ণ স্থানগুলোও আস্তে আস্তে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। তিনি ভবিষ্যতে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন এবং সবসময় ইউনিয়নের গরীব ও দুস্ত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।