চাঁদপুরের হাজীগঞ্জে আওয়ামী লীগ নেতা গাজী ওলি উল্লাহ (৫৮)সহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল শুক্রবার (১৫ আগস্ট) রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। অপর দুজন হলেন: হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় গ্রামের মিজি বাড়ির মো. শাহেদ (১৮) ও মকিমাবাদের মো. অনিক (১৮)।আটক গাজী ওলি উল্লাহ গন্ধর্ব্যপুর (উত্তর) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জানা যায় , ১৫ আগস্ট গভীর রাতে হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় দেয়ালে নানা ধরনের স্লোগানসম্বলিত পোস্টার লাগাচ্ছিলেন দুই ছাত্রলীগ কর্মী। এসময় অন্য একটি ছাত্রসংগঠনের কর্মীরা তাদের ধরে পুলিশে সোপর্দ করে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ফারুক বলেন, ‘গাজী ওলি উল্লাহর নামে পূর্বে একটি মামলা ছিল। আটক তিনজনের বিরুদ্ধেই আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।’