ময়মনসিংহ , বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি মিছিল

শরীয়তপুরের ভেদরগঞ্জে সখিপুর থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে মিছিল ও পোস্টার লাগানো হয়েছে। সংগঠনটির ঝটিকা মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরদিন ভেদরগঞ্জের বিভিন্ন এলাকায় পাল্টা মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলের ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় অভিযানে নেমেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১ মে) রাত ১১টা থেকে শুক্রবার রাত পর্যন্ত পাল্টাপাল্টি মিছিলের এই ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর নড়েচড়ে বসেছে পুলিশ। সখীপুরের সবকটি ইউনিয়নের বিভিন্ন বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর সখিপুরে দলীয় কার্যক্রম ছিল অনেকটাই নিস্ক্রিয়। এর মধ্যে হঠাৎ করে রাতের অন্ধকারে একটি মিছিল বের করা হয় এবং বিভিন্ন জায়গায় দলীয় স্লোগানসংবলিত পোস্টার লাগানো হয়। তবে মিছিলে কোনো শীর্ষস্থানীয় নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি। অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখ ছিল মুখোশ বা কাপড়ে ঢাকা। পোস্টারগুলোতেও কারও নাম বা ছবি ছিল না, ছিল শুধু সাধারণ দলীয় বার্তা ও স্লোগান।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়েদুল হক শনিবার সকালে ইত্তেফাককে বলেন, ফেসবুক পোস্টে  মিছিলটি দেখা গেছে সেটি শরীয়তপুর এবং চাঁদপুর সীমানা সংলগ্ন এলাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিছিলটি চাঁদপুরের ইব্রাহীমপুর ইউনিয়নে। তবে সখীপুর থানার কিছু লোকজন সেই মিছিলে থাকতে পরে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে সখিপুর থানার প্রতিটি ইউনিয়নে অভিযান চলছে। গত রাতে ২০ থেকে ২৫ বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযান চলমান আছে।

প্রসঙ্গত এর আগে গত ২০ এপ্রিল রাত ৯টার দিকে শরীয়তপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। সদর উপজেলার জয়নগর এলাকায় ওই মিছিল করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর শরীয়তপুরে এটিই প্রথম কোনো কর্মসূচি পালিত হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মশাল নিয়ে মিছিল করছেন কিছু মানুষ। তাদের মুখে মাস্ক পরা। তারা শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি মিছিল

আপডেট সময় ১০:২৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

শরীয়তপুরের ভেদরগঞ্জে সখিপুর থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে মিছিল ও পোস্টার লাগানো হয়েছে। সংগঠনটির ঝটিকা মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরদিন ভেদরগঞ্জের বিভিন্ন এলাকায় পাল্টা মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলের ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় অভিযানে নেমেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১ মে) রাত ১১টা থেকে শুক্রবার রাত পর্যন্ত পাল্টাপাল্টি মিছিলের এই ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর নড়েচড়ে বসেছে পুলিশ। সখীপুরের সবকটি ইউনিয়নের বিভিন্ন বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর সখিপুরে দলীয় কার্যক্রম ছিল অনেকটাই নিস্ক্রিয়। এর মধ্যে হঠাৎ করে রাতের অন্ধকারে একটি মিছিল বের করা হয় এবং বিভিন্ন জায়গায় দলীয় স্লোগানসংবলিত পোস্টার লাগানো হয়। তবে মিছিলে কোনো শীর্ষস্থানীয় নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি। অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখ ছিল মুখোশ বা কাপড়ে ঢাকা। পোস্টারগুলোতেও কারও নাম বা ছবি ছিল না, ছিল শুধু সাধারণ দলীয় বার্তা ও স্লোগান।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়েদুল হক শনিবার সকালে ইত্তেফাককে বলেন, ফেসবুক পোস্টে  মিছিলটি দেখা গেছে সেটি শরীয়তপুর এবং চাঁদপুর সীমানা সংলগ্ন এলাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিছিলটি চাঁদপুরের ইব্রাহীমপুর ইউনিয়নে। তবে সখীপুর থানার কিছু লোকজন সেই মিছিলে থাকতে পরে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে সখিপুর থানার প্রতিটি ইউনিয়নে অভিযান চলছে। গত রাতে ২০ থেকে ২৫ বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযান চলমান আছে।

প্রসঙ্গত এর আগে গত ২০ এপ্রিল রাত ৯টার দিকে শরীয়তপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। সদর উপজেলার জয়নগর এলাকায় ওই মিছিল করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর শরীয়তপুরে এটিই প্রথম কোনো কর্মসূচি পালিত হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মশাল নিয়ে মিছিল করছেন কিছু মানুষ। তাদের মুখে মাস্ক পরা। তারা শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।