অন্তর্বর্তী সরকারকে আজ থেকেই তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) সরকারের আদলে পরিচালিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি।
আমীর খসরু বলেন, ‘আগামী নির্বাচন থেকে কেয়ারটেকার শুরু হবে সেটা মাথায় রেখে আজ থেকেই বর্তমান সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে পরিচালিত করতে হবে।’
নির্বাচন বানচাল, বাধাগ্রস্ত ও বিলম্বিত করতে সব অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘বিএনপি বিজ্ঞ নাবিকের মতো তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এতো বাধাবিপত্তি সত্ত্বেও আমরা নির্বাচনের দিকেই দৃষ্টি রেখেছি।’
জনগণের সরকার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা হবে না ততক্ষণ দেশের অচল অবস্থা কাটবে না বলেও মন্তব্য করেন আমীর খসরু।
তিনি বলেন, ‘১৫ বছরের পরে এখন ১৫ মাসে ভিন্ন ধরনের সমস্যা। জনগণের প্রতিনিধিত্ব নেই। যেখানে রাজনৈতিক সমর্থন থাকবে না সেখানে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না, জনগণের চাহিদাও বুঝবে না।’

অনলাইন ডেস্ক 






















