সিলেট ও ঢাকার পর বাংলাদেশ-আয়ারল্যান্ড দল এখন চট্টগ্রামে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ সন্ধ্যা ৬টায় মাঠে নামবে দুই দল। সিরিজের সব ম্যাচই হবে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।
২০২৫ সাল টি-টোয়েন্টিতে বাংলাদেশ ক্রিকেটের জন্য ছিল সবচেয়ে ব্যস্ততম বছর। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে চলতি বছরের নিজেদের শেষ টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল। বছর জুড়ে রেকর্ড ২৮তম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএল। আগামী ফেব্রুয়ারিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। তার আগে এটাই জাতীয় দলের শেষ সিরিজ। গত মাসে এই চট্টগ্রামেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ দল। সেই ক্ষত এখনো তাজা। সহজ লক্ষ্যও তাড়া করতে পারেনি দল। ব্যাটাররা ছিল অসহায়। এই সিরিজ দিয়ে আবারও ফরমে ফিরবে দলের ব্যাটাররা, তা বিশ্বাস করেন দলের অধিনায়ক লিটন।
সর্বশেষ কয়েকটি সিরিজে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো শক্ত দলকে হারিয়েছিল বাংলাদেশ। এবার লক্ষ্য শুধু জেতা নয়, বরং বিশ্বকাপের আগে নিজেদের কৌশল ও কম্বিনেশনকে নিখুঁত করা। বছরের শেষ টি-টোয়েন্টি সিরিজটা জয়ে শেষ করতে চাইবে বাংলাদেশ। আর আয়ারল্যান্ড চাইবে নতুন সূচনা। বিশ্বকাপের আগে জাতীয় দলের জার্সি গায়ে নিজেদের শেষ ঝালাইয়ে কোনো সুযোগই হারাতে চাইবে না লিটন দাসের দল। সিরিজের পরের দুটি ম্যাচ ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

স্পোর্টস রিপোর্টার 
























