দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধনপ্রত্যাশীদের। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির (বিশেষ) ফলাফল আজ (২৮ জানুয়ারি) প্রকাশ করা হতে পারে। এনটিআরসিএ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এনটিআরসিএর প্রশাসন বিভাগের এক কর্মকর্তা জানান, সপ্তম গণবিজ্ঞপ্তির ফলাফল প্রস্তুতের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আজকের মধ্যেই কর্তৃপক্ষের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
এই বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করেন প্রায় ২১ হাজার চাকরিপ্রত্যাশী। দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬৭ হাজার ২০৮টি শূন্য পদের বিপরীতে এসব আবেদন জমা পড়ে।
উল্লেখ্য, সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির (বিশেষ) আবেদন প্রক্রিয়া শুরু হয় ১০ জানুয়ারি ২০২৬ তারিখে এবং শেষ হয় ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে।

ডিজিটাল রিপোর্ট 























