সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার জনতা ব্যাংকে কর্মরত আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (৬ জানুয়ারি) রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার লক্ষ্মণসোম গ্রামের ভাড়া বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পাপ্পু চন্দ্র (২৫) নামের এই আনসার সদস্য সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের দীনেশ চন্দ্রের ছেলে।
জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির বলেন, ‘আনসার সদস্য ছাতকের জাউয়া বাজারে জনতা ব্যাংকে আনসার-ভিডিপির নিরাপত্তা সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন।