বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বললেন ব্যবসায়ীদের আপত্তি থাকলেও এলডিসি গ্র্যাজুয়েশন বাংলাদেশের জন্য ভালো হবে বলে মন্তব্য করেছেন ।
গত মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর একটি হোটেলে ক্লাইমেট অ্যাকশন এন্ড সাসটেইনেবিলিটি হাব উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে কলকারখানার অব্যবস্থাপনার কারণে নদী ধ্বংস হচ্ছে। তাই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপরদিকে, সাভারের ট্যানারি শিল্প ধলেশ্বরী নদীকে ধ্বংস করছে উল্লেখ করে বলেন, এগুলো আমাদেরকেই ঠিক করতে হবে।
আহসান এইচ মনসুর আরও বলেন, শুধু টাকা খরচ করলেই হবে না, ম্যানেজমেন্ট ঠিক করতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য হলেও এ সমস্যা সমাধান করতে হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর।