দেশব্যাপী চলমান হত্যাযজ্ঞ, চাঁদাবাজি ও রাজধানী ঢাকায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হাতে নৃশংসভাবে ব্যবসায়ী খুনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
গত শুক্রবার (১১ জুলাই) রাত ৯টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক তৌসিফ ইমরুল বলেন, ‘জুলাই পরবর্তী সময়ে আমরা স্বপ্ন দেখেছিলাম একটি নতুন বাংলাদেশের। যে নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজি থাকবে না। সন্ত্রাসবাদী থাকবে না। মানুষকে দিনে দুপুরে হত্যা করা হবে না।
তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, আমরা জুলাইয়ে পরীক্ষিত মানুষ। আমরা মৃত্যুকে ভয় পাই না। আমরা বুলেটের সামনে বুক পেতে দাঁড়াতে ভয় পাই না। সুতরাং যারা নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার চেষ্টা করছেন, যারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছেন, যারা চাঁদাবাজির কালচার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই বাংলার জমিনে আপনাদের এক ঠাঁই হবে না। আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে আপনাদের পরিণতি এর চেয়ে খারাপ হবে। এ দেশের মানুষ আপনাদেরকে থুথু মারবে। আপনাদেরকেও পালানোর সুযোগও দেবে না।’

ডিজিটাল রিপোর্ট 























