আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে । এ নিয়ে দ্বিতীয় পর্বে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেল।
মৃতের নাম নাজমুল হোসেন (৭৫), তিনি বগুড়া জেলার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পণ্ডিতের ছেলে। শুক্রবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। রাতে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ইজতেমার আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম এই তথ্য জানিয়েছেন।

স্টাফ রিপোর্টার 























