গুম অধ্যাদেশ ও কয়েকটি সংস্কারের অগ্রগতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি জানিয়েছেন, সোমবার (১ ডিসেম্বর) রাত ১১টায় গেজেট নোটিফিকেশন হলো বহুল প্রতিক্ষীত গুম অধ্যাদেশের। কয়েকদিন আগে হয়েছে বিচার বিভাগ স্বাধীন করার জন্য অতি গুরুত্বপূর্ণ আইন সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। আগামী কয়েকদিনের মধ্যে হবে হিউম্যান রাইটস কমিশন আইনের আরেকটি সংস্কার।
গত সোমবার (১ ডিসেম্বর) রাতে নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এসব কথা বলেন তিনি।
ওই স্ট্যাটাসে আসিফ নজরুল আরও লিখেছেন, বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্য আমাদের ছিল তার ৯০ শতাংশ সমাপ্ত হয়েছে। আমরা পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুত সমাপ্ত করার জন্য ভূমিকা রাখছি। পরের নির্বাচিত সরকারগুলো আন্তরিকতার সাথে এসব আইন বাস্তবায়নের কাজ অব্যাহত রাখে, আগামীর বাংলাদেশ হবে অনেক বেশি মানবাধিকার বান্ধব ও গণতান্ত্রিক।

ডিজিটাল ডেস্ক 






















