উপদেষ্টাদের কেউ কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগসাজশ করে তাদের ক্ষমতায় আনতে কাজ করছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার (১১ অক্টোবর) সকালে খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
সমাবেশে অধ্যাপক পরওয়ার বলেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে।’
দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি বলেন, ‘সুবিচার প্রতিষ্ঠায় কোরআনের আইনকে সংসদে পাঠাতে হবে এবং কোরআনের ভিত্তিতে সমাজ গঠন করতে হবে।’
তিনি বলেন, ভোটের বুথে দাঁড়িপাল্লা প্রতীক দেখামাত্র বলবেন ‘বিসমিল্লাহ দাঁড়িপাল্লা’, সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’, ভোটের কক্ষ থেকে বের হয়ে বলবেন ‘মাশাআলাহ দাঁড়িপাল্লা’।
জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতি দূর করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দেবে বলেও জানান তিনি।
নির্বাচনে জয়ী হলে জামায়াত নেতারা কোনো সরকারি প্লট, গাড়ি, বাড়ি বা অন্যান্য সুবিধা গ্রহণ করবেন না বলেও ঘোষণা দেন গোলাম পরওয়ার। একইসঙ্গে অন্য রাজনৈতিক দলগুলোকেও এমন ঘোষণা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে, দলের মধ্যে যেমন আলোচনা চলছে। অনুরূপভাবে ইসলামী দলগুলোর সঙ্গে প্রার্থী নির্ধারণের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ নির্বাচনের প্রস্তুতি চলছে। সে জন্য আগামী নির্বাচনে, কোনো চাঁদাবাজ দখলবাজ দুর্নীতিবাজকে নির্বাচিত হতে দেওয়া হবে না।’
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ তৈরির শুভ সূচনা হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই কাজের মধ্য দিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়া জামায়াতে ইসলামীর খুলনা জেলা ও স্থানীয় নেতৃবৃন্দও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।