বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী রাজনৈতিক দল হিসেবে উপস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর নতুন করে আবারও প্রস্তাব দেওয়া হচ্ছে, যার মাধ্যমে সংস্কারের কার্যক্রমকে বিলম্বিত করা হচ্ছে।’
রোববার (৬ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপির সংস্কারপ্রক্রিয়া নিয়ে কিছু রাজনৈতিক দল প্রশ্ন তুলছে—এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘সংস্কার নিয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তবে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের নামে দুর্বল করার যে প্রস্তাব এসেছে, বিএনপি তা সমর্থন করে না।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরা চাই সব রাজনৈতিক দল দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে ভূমিকা রাখুক। বিএনপি সব সময়ই গঠনমূলক সংস্কারের পক্ষে।’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর মেয়াদ ও দায়িত্ব সংক্রান্ত যে প্রস্তাব ঐকমত্য কমিশন থেকে আসছে, তা অস্পষ্ট। আমরা পরিষ্কার করে বলছি—জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ধারণার সঙ্গে বিএনপি একমত নয়।’