ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে দাঁড়িয়ে মাত্র একটি ভোট পেয়েছেন প্রার্থী রাকিবুল হাসান। কিন্তু এই একটি ভোটই এখন তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে—কারণ, তিনি সেই ভোটারকে খুঁজছেন এবং বিয়ের প্রস্তাব দিতে চান!
নির্বাচনের ফলাফলে দেখা যায়, রোকেয়া হল কেন্দ্র থেকে রাকিবুল একটি মাত্র ভোট পেয়েছেন। ধারণা করা হচ্ছে, ভোটার একজন ছাত্রী। ফলাফল প্রকাশের পরই ফেসবুকে একটি পোস্ট দিয়ে রাকিবুল ওই ভোটারকে খুঁজে পাওয়ার আকুতি জানিয়েছেন।
তিনি লিখেছেন—“যে আমাকে বিশ্বাস করে একটি ভোট দিয়েছেন, তাকে আমি জীবনসঙ্গী হিসেবে পেতে চাই।”
ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, “ভিপি হওয়ার কোনো আশা নিয়ে দাঁড়াইনি। এটা ছিল স্বপ্নপূরণের চেষ্টা। আমি চাইছিলাম পরিচিত হতে, আর জানতাম আমার একটাও ভোট নাও পড়তে পারে।”
ভোটের উৎস ছিল রোকেয়া হল, যা নিশ্চিত করেছে যে ভোটার ছিলেন একজন ছাত্রী। রাকিবুল বলেন, “সেই ভোটটা আমার কাছে শুধু সংখ্যা নয়, এটা বিশ্বাস। আর এই বিশ্বাসকে আমি শ্রদ্ধা করি। তাই আমি তাকে খুঁজছি।”
ভোটারকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে রাকিবুল সামাজিক মাধ্যমে বন্ধু, শুভানুধ্যায়ী ও রোকেয়া হলের শিক্ষার্থীদের সাহায্য চেয়েছেন। এখন পর্যন্ত কেউ সাড়া দেননি।
রাকিবুল হাসানের বিয়ের প্রস্তাব সংক্রান্ত পোস্ট নিয়ে ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে মজার ছলে নিচ্ছেন, কেউবা এটিকে একটি ব্যতিক্রমী ভালোবাসার প্রকাশ হিসেবে দেখছেন। কেউ কেউ আবার বলছেন—“রাজনীতিতে এমন হালকা বিষয় নিয়ে সংবাদ হওয়া ঠিক নয়।”
তবে রাকিবুল হাসান বলেন, “এই ভোটারের প্রতি আমি কৃতজ্ঞ। তার মতামতই আমার সবচেয়ে বড় জয়।”
উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিশাল জয় পেয়েছে। ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয়ী হয়েছে শিবিরের প্যানেল, বাকি চারটিতে স্বতন্ত্র এবং একটিতে বামপন্থী প্রার্থী বিজয়ী।
এছাড়া ১৩ সেপ্টেম্বর ঘোষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু) নির্বাচনে শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট ২৫টির মধ্যে ২০টি পদে জয়ী হয়।