আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি লেখেন, আমি বারবার বলেছে, এই সরকার আওয়ামীলীগের পুনর্বাসন করছে। এমনও বলেছি, অবস্থা দেখে মনে হচ্ছে হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে ডক্টর মুহাম্মদ ইউনূস! কিন্তু তারপর আপনারা সংস্কার সংস্কার আর বিচার বিচার করে সরকারকে দীর্ঘমেয়াদি করে ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চেয়েছেন। কিন্তু এই সরকার আপনার আমার ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এখন কেন চান না সরকার ৫ বছর থাকুক?
আওয়ামীলীগ মাথাচাড়া দিয়ে উঠেছে বলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও লেখেন, এই সরকারের দুর্বল নিরাপত্তাবলয়ের কারণে আজকে লীগ মাথাচাড়া দিয়ে উঠেছে। লীগের কোনকিছু করা যায়নি বরং ঘাপটি মেরে থেকে এরা শক্তি সঞ্চয় করেছে। নির্বাচনকে সামনে রেখে এরা দেশে গুপ্তহত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর, বোমাবাজি শুরু করার প্লান নিচ্ছে। ক্ষমতার মোহে কামড়াকামড়ি করবেন নাকি লীগ সামলাবেন? সিদ্ধান্ত আপনার! আমরা দেশে-বিদেশে কেউ নিরাপদ নয়, আমাদের জন্য নিরাপদ মাতৃভূমি বানাতে ব্যর্থ ডক্টর মুহাম্মদ ইউনূস সরকার!